এমন কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে অনেক সময় কনফিউজিংয়ের মধ্যে পড়তে হয় - ontechbd.com

Latest

Alive for Technology

Sunday, August 18, 2019

এমন কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে অনেক সময় কনফিউজিংয়ের মধ্যে পড়তে হয়

জবস্ স্টাডি নিয়ে ব্যস্ত সবাই। English Literature এর এমন কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে অনেক সময় কনফিউজিংয়ের মধ্যে পড়তে হয়। চলুন জেনে নেয়া যাক তেমন কিছু Important প্রশ্ন ও উত্তর


1) The Green Helmet নামে poetry কে লিখেছেন?
= W.B. Yeats

(কিন্তু "Hamlet" নামে ট্রাজেডি লিখেছেন William Shakespeare)


2) Daffodils কবিতা কে লিখেছেন?
= William Wordsworth

(কিন্তু To Daffodils নামে কবিতা লিখেছেন-Robert Herrick)


3)  "For Whom The Bell Tolls" নামে Novel কে লিখেছেন?
= Earnest Hemingway)

(কিন্তু "For Whom The Bell Tolls" কবিতা লিখেছেন- John Donne)


4)  "Ulysess" নামে novel-টি কে লিখেছেন?
= James Joyce

 ( কিন্তু "Ulysses" নামে কবিতা লিখেছেন-Lord Tennyson )


5)  "Preface to Shakespeare ( criticism ) এর লেখক কে?
= Samuel Jhonson

6)  "Prometheus Unbound" কে লিখেছেন?
- P.B Shelly রচিত Lyrical drama

 (কিন্তু "Prometheus Bound" হচ্ছে একটি play Aeschylus কর্তৃক রচিত)


7)  "The Light House" কার রচিত একটি Novel?
= Edgar Allan Poe

 ( কিন্তু "To The Light House" হচ্ছে Virgina Woolf রচিত একটি Novel)


8)  "The Marriage of Heaven and Hell" এর রচয়িতা কে?
= Willam Blake

 ( কিন্তু "Heaven and Earth" হচ্ছে Lord Byron রচিত একটি কবিতা।
আবার "Marriage and Morals" নামে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন- দার্শনিক Bertrand Russell. এই বিখ্যাত গ্রন্থের জন্য তিনি ১৯৫০ সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন )


9) Antony and Cleopatra এর লেখক William Shakespeare

 (কিন্তু "Caesar and Cleopatra" এর লেখক G.B.Shaw)


10)  "Ozymandias" P.B Shelly কর্তৃক রচিত কবিতাটি কোন ধরনের ?
= Sonnet


11)  একাধারে Pulitzer এবং Nobel Prize পেয়েছেন কোন বিখ্যাত সাহিত্যিক?
=William Faulkner


12)  একাধারে Oscar এবং Nobel Prize পেয়েছেন কোন বিখ্যাত সাহিত্যিক?
=G.B. Shaw

Remember* শত শত পোস্টের ভীড়ে প্রয়োজনের সময় আর খুঁজে পাবেন না, তাই শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে।

No comments:

Post a Comment