ইন্টারনেট ইতিহাস - ontechbd.com

Latest

Alive for Technology

Tuesday, July 2, 2019

ইন্টারনেট ইতিহাস

ইন্টারনেটের সুচনা হয়েছিল ‘ডারপা‘ নামে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি গবেষণা প্রকল্প থেকে
তখন এর নাম ছিল আরপানেট, ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট-এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়


প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়েছিল ২৫শে জুলাই ১৯৭৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরপানেট যোগাযোগ স্থাপিত হয় লন্ডনের ইউনিভার্সিটি কলেজের
১৯৭৩ সালেই আরপানেটের রবার্ট কান আর ভিনটন সার্ফ প্রথমবারের মতো তৈরি করেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল এবং ইন্টারনেট প্রটোকল - যাকে বলা হয় টিসিপিআইপি ১৯৮০র দশকে এটাই পরিণত হয় ইন্টারনেটের সার্বজনীন ভাষায়
১৯৭৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে টিসিপিআইপির প্রথম পরীক্ষা হয় এর দু‘বছর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ের মধ্যে তিনটি নেটওয়ার্কের মধ্যে টিসিপিআইপি যোগাযোগ স্থাপনের পরীক্ষা হয়
                                 Image caption ইন্টারনেটের ভাষা
১৯৮১ সাল নাগাদ আইবিএম-এর মতো কোম্পানিগুলো আরো কিছু নেটওয়ার্ক চালু করে যেমন বিটনেট, এদের নেটওয়ার্কে একসময় ৪৯টি দেশের এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান সংযুক্ত ছিল
পরের কয়েক বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলে যাকে বলা হতো এনএসএফনেট
নেটওয়ার্কে যোগাযোগের ভাষায়ও প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটে, তবে টিসিপিআইপি প্রটোকলই শেষ পর্যন্ত ইন্টারনেটের সর্বজনগ্রাহ্য ভাষা হয়ে দাঁড়ায়


১৯৮৭র নভেম্বর থেকে এনএসএফনেট তাদের তথ্যপরিবহনের গতির এমন উন্নয়ন ঘটায় যার ফলে সে যুগের ইন্টারনেট প্রথম বারের মতো বাণিজ্যিক বিনিয়োগকারী আকর্ষণের ক্ষমতা অর্জন করে


১৯৮৮ সালে আন্তর্জাতিক চেহারা নেয় প্রাথমিক যুগের ইন্টারনেট  এনএসএফনেট যোগাযোগের সাথে যুক্ত হয় ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, এবং সুইডেন

১৯৯০ সাল নাগাদ আরপানেটের জায়গা নিয়ে নেয় এনএসএফনেট  ততদিনে ইন্টারনেটের আকার এমন হয়েছে যে আরপানেট যখন বন্ধ হয়ে গেল তখন কর্মচারীরা ছাড়া আর কেউ তা বুঝতেই পারে নি


১৯৯১ সালে টিম বার্নার্সলি ওয়াল্র্ড ওয়াইড ওয়েব প্রকল্প চালু করেন ১৯৯২ সালে ইন্টারনেটের গতি বেড়ে প্রতি সেকেন্ডে ৪৫ মেগাবিটস-এ দাঁড়ায়


২২শে সেপ্টেম্বর ১৯৯২ তারিখে সারা ইউরোপ জুড়ে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় এনএস্এফনেটের আদলে – যার নাম ছিল ই-বোন


১৯৯৩ সালের ২২শে এপ্রিল উইনডোজ অপারেটিং সিস্টেমে প্রথম ওয়েব ব্রাউজার চালু হয় - যার নাম ছিল মোজাইক


১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে এনএসএফনেট এবং ই-বোন বন্ধ হয়ে যায় আর তাদের জায়গা নেয় পরস্পর আন্তঃসংযুক্ত বাণিজ্যিক ইন্টারনেট সেবা প্রদানকারীরা


No comments:

Post a Comment