☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে কার্ফ।
☞ ই মেইলের জনক - র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।
☞ মাইক্রোসফটের জনক - বিল গেটস।
☞ www-এর জনক - টিম বার্নাস লি।
☞ মোবাইল ফোনের জনক - মার্টিন কুপার।
☞ গুগলের জনক - সার্জেই বিন।
☞ ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
☞ টুইটারের জনক - জ্যাক ডোরসেই।
☞ ই বুকের জনক - মাইকেল এস হার্ট।
☞ সিডি এর জনক - নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক - ডগলাস এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক - বাল মেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক - এলান এমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক - স্টিভেন জে সিসোন।
☞ ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন।
☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা -জিমি ওয়েলস।
১. আধুনিক শিক্ষার জনক?→সক্রেটিস
২. অর্থনীতির জনক কে ?→এডামস্মিথ
৩. আধুনিক অর্থনীতির জনক কে ?→পল স্যামুয়েলসন
৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?→জন লক
৫. আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ? →কোপার্নিকাস
৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? →সিগমুন্ড ফ্রয়েড
৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? →নিকোলো মেকিয়াভেলী
৮. ইংরেজি নাটকের জনক কে? শেক্সপিয়র।
৯. ইতিহাসের জনক কে ?→হেরোডোটাস
১০. ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
১১. WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি ।
১২. ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন।
১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ ।
১৪. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস
১৫. এনাটমির জনক কে ?→আঁদ্রে ভেসালিয়াস
১৭. ক্যালকুলাসের জনক কে? আইজ্যাক নিউটন।
১৮. গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস
১৯. চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস
২০. জীবাণুবিদ্যার জনক কে ?→লুই পাস্তুর
২১. জ্যামিতির জনক কে ?→ইউক্লিড
২২. দর্শনশাস্ত্রের জনক কে ?→সক্রেটিস
২৩. প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
২৪. বংশগতি বিদ্যার জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল
২৬. বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
২৭. বাংলা কবিতার জনক কে?মাইকেল মধু সূদন দত্ত।
২৮. বাংলা গদ্যের জনক কে? ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর।
২৯. বাংলা নাটকের জনক কে? দীন বন্ধু মিত্র।
৩০. বিজ্ঞানের জনক কে ?→থেলিস
৩১. বীজগণিতের জনক কে ?→আল-খাওয়ারিজম
৩২. ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস
৩৩. মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম উন্ড
৩৪. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
৩৫. রসায়নের জনক কে ?→জাবির ইবনে হাইয়ান
৩৬. শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে
৩৮. শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস লিনিয়াস
৪০. সামাজিক বিবর্তনবাদের জনক কে? হার্বাট স্পেন্সর।
৪১. সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট কোত্
৪২. ফেসবুক এর জনক?→ মার্ক জুকারবার্গ
Tuesday, July 2, 2019
New
ইন্টারনেটের জনক কে ?
About Ontechbd
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of alistarbot is to provide the best quality blogger templates.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Labels:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment