১. কাউকে অতিরিক্ত বিশ্বাস করিওনা
তাহলে সে তোমার সাথে বিশ্বাস
ঘাতকতা করবে।
২.এখনকার সমাজব্যবস্থা যেন অতীতের বিপরীত অবস্থানে বিদ্যমান... বর্তমানে সমাজ আধুনিক হইতাছে...।
৩.কল্পনা দিয়ে নয় বাস্তবতা দিয়ে
পরীক্ষা কর তখন বুঝতে পারবে কে আপন আর কে পর।
৪.তুমি কখনো কার কাছে তোমার
দূর্বলতা প্রকাশ করিওনা তাহলে সে
তোমার সেই দূর্বলতা ধরে টানতে
শিখবে
৫. মানুষ কখনো খারাফ হয়ে জন্নগ্রহন করেনা,পরিস্তিতি তাকে খারাফ হতে বাধ্য করে
৬.তোমার কাছে টাকা থাকলে তুমি
দুনিয়াকে চিনবেনা, আর তোমার কিছু
না থাকলে দুনিয়া তোমাকে
চিনবেনা। বিল গেটস
৭.তুমি নিজে ভাল থাকতে চাইলে
তাহলে সার্থপর হয়ে যাও কিন্তু তুমি
যদি সবার কাছে ভাল থাকতে চাও
তাহলে নিঃসার্থ হয়ে যাও
♦♦মাকে নিয়ে সেরা কয়েকটি উক্তি ♦♦
১. আব্রাহাম লিংকন- "যার মা আছে, সে কখনই গরীব নয়।"
২. জর্জ ওয়াশিংটন-" আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি
চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।"
৩. জোয়ান হেরিস-" সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।"
৪. এলেন ডে জেনেরিস-" আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।"
৫. সোফিয়া লরেন-" কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।"
৬. মিশেল ওবামা- "আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত
হই।"
৭. নোরা এফ্রন- "মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের
মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।"
৮. মাইকেল জ্যাকসন-"আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।"
৯. দিয়াগো ম্যারাডোনা-"আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই
আমি সেরা হয়ে গড়ে উঠেছি।"
ভালোবাস তাকে,যার কারনে পৃথিবি
দেখেছো.... ভালোবাস তাকে.যে তোমাকে ১০মাস১০দিনগর্ভে রেখেছে.,,.
ভালোবাস তাকে, যার পা এর নিচে তোমার জান্নাত আছে.....সে হল .....মা...
১১ সফলতা কখনো এক দিনে পাওয়া যায় না। তাই চেষ্টা করতে থাকুন একদিন সফল হবেন ।
১২ মানুষ কখনো কখনো এমন ভুল করে, যার ফলে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সৌন্দর্য্য ম্লান হয়ে যায়!
১৩ এখনো পাসওয়ার্ড এর জায়গায় ভুলে তোর নামটাই লিখে ফেলি।
ভালবাসা টা চলে গেছে কিন্তু
অভ্যাসটা রেখে গেছিস পাগল...
১৪.মানুষ কখনো কখনো এমন ভুল করে, যার ফলে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সৌন্দর্য্য ম্লান হয়ে যায়!
১৫.সৌভাগ্য প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতিক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা করে।—সিনেকা
১৬.জীবনে কিছু কিছু মানুষ আসবে আশির্বাদ হয়ে, আর কিছু কিছু মানুষ আসবে শিক্ষা হয়ে
১৭. অতীত তোমাকে কষ্ট দিবে,
ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর
বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে ।
তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো ।
১৯. কিছু স্মৃতি মনের ভিতর এমন করে
জায়গা করে নেয় যে---- সে স্মৃতি
গুলো একবার হারিয়ে গেলে যে
শূন্যতা তৈরি হয় তা অন্যকোন আনন্দ
দিয়ে পূরণ করা সম্ভব হয় না
২০. আসলে ভালো মানুষের কপালে ভালোবাসা জুটেনা,
জুটে গিয়া লুচ্চা ইতর বদমাশ পোলাইপানের
২১.প্রতিভা সবার মাঝেই থাকে,কিন্তু প্রতিভা প্রমাণের ভালো কোন সুযোগ সবার ভাগ্যে থাকেনা
২২.একটি সুখ মানুষকে বেশি দিন হাসায় না,, কিন্তু,
একটি দূঃখ মানুষকে সারাজীবন কাঁদায়..! তাই
নিজের সুখের জন্য কাউকে...
২৩. তোকে খুব বিরক্ত করি তাই না?
দেখিস একদিন এমন হবে,তোর কাছে সব থাকবে,কিন্তুু বিরক্ত করার মানুষটা থাকবে না।
২৪. ভাগ্যের সাথে কখনোই পারা যায় না,,, ভাগ্য মানুষের অনেক নিষ্ঠুর সুখের থেকে দুঃখ বেশী দেয়,,,,
২৫.সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুজে নিতে হবে, যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
২৬.True love is when a BOY ask
the girl for a kiss and girl simply close her eyes and allow the boy
for a kiss but the boy kisses on the forehead and says
I have a whole life to do that..
আজ হয়তো আপনি কারো হাত টি ছেড়ে দিয়ে বদলে নিচ্ছেন নিজেকে 💗 ………
কিন্তু, একবার ভেবে দেখুন তো, কোনো একদিন এই মানুষটিই শুধু আপনার হাত টি ধরার জন্য, নিজেকে বদলে নিয়েছিলো 💔
তাই ভালোবাসার মানুষটির হাত টি ছেড়ে দেবার আগে অত্যন্ত একবার হলেও ভেবে দেখুন তার মতো কেউ আপনাকে ভালোবাসবে কি না
By Shohag
No comments:
Post a Comment