১.মারা গেলে অশ্রু ঝড়ানোর লোক
অনেক পাওয়া যায়। তবে বেঁচে
থাকতে কষ্টের দিনে পাশে
দাড়ানোর মত মানুষ পাওয়া আসলেই
ভাগ্যের ব্যাপার।
২.কখনো কারো উপর নির্ভর করে বসে
থাকিওনা নিজের উপর বিশ্বাস
রাখিও।
কাউকে আপন করতে গিয়ে তাকে এমন
কথা বলিওনা যার জন্য পরে তোমাকে
তার কাছে হারতে হয়।
৩.মানুষ এমন একটা অদ্ভুত প্রাণী, সে তখনই
কোন কিছুর শূন্যতা উপলদ্দি করতে
পারে, যখন তা তার অবহেলার কারণে,
তার থেকে অনেক দূরে হারিয়ে যায়
৪.যারা শৃংখলা রক্ষার কাজে
নিয়োজিত থাকে তারাই প্রথমত
বিশৃংখলা শুরু করে
৫.কাউকে বিশ্বাস করা যেমন বিপদজনক,
তেমনি কাউকে বিশ্বাস না করা
আরো বেশি বিপদজনক
৬ মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!
৭ জ্ঞানী লোক কখনোও সুখের সন্ধান করেন
না, তারা কামনা করেন দুঃখ -কষ্ট থেকে
অব্যাহতি
৮.আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, আমরা দামী ব্রান্ডের কাপড় পড়তে চাই, কিন্তু কম দামের সাধারন কাপড় পড়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা ফাইভ স্টার হোটেলে নামী দামী মানুষদের সাথে বসে লাঞ্চ করতে চাই কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে খাওয়াটাই আমাদের কাছে বেশি আনন্দের। আমদের হয়তো ৬৪ জিবি এর আইপডে ভর্তি গান থাকতে পারে, কিন্তু কখনো কখনো রেডিওতে শোনা একটা গান যে আনন্দ, আর পরিতৃপ্তি দেয় তার সাথে কোনোকিছুর তুলনাই চলে না। জীবনটা আসলেই খুব সাধারন, আমরাই একে জটিল বানিয়ে ফেলি। আমরা শুধু শুধুই সেসব জিনিসের পেছনে দৌড়াই যা আমাদের কখনোই সুখ দেয় না, আসুন এই অন্ধ দৌড় থামিয়ে সেসব জিনিষের প্রতি দৃষ্টিপাত করি যা আমাদের দেহ ও মনকে প্রকৃ্ত অর্থেই শান্তি দেয়।
৯. দিন দিন এতই শুকাইতেছি যে, কোনদিন না মেডিকেলের শিক্ষার্থীরা কংকাল মনে করে তুলে নিয়ে চলে যায়!
১০. পৃথিবীর সপ্নগুলো কি অদ্ভুত!কখনো মনে হয় হাজার বছর বেচেঁ যদি থাকতে পারতাম.......আবার কখনো মনে হয় যেন মরে গেলেই সুখে থাকতাম...........
Tuesday, July 2, 2019
New
উদ্বুদ্ধ করন উদ্ধৃতি
About Ontechbd
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of alistarbot is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment