জীবন মানে কি?
জীবন মানে কি এটাই ৷
বিশাল লম্বা একটা গাছ ৷
গাছে হাজারো ডালপালা ৷
অনেক কষ্টে প্রায় গাছের আগাই পৌছে গেছি ৷ গাছের আগাই পৌছাতে পারলে সেখানে অনেক সুখ রয়েছে ৷
কিন্তু আর উপরে ওঠতে পারছি না ৷
সেসময় ডালটি ভেঙ্গে গেল ৷ পড়লাম নিঁচের ডালে ৷সেখানে একটা সাপ বসে আছে ৷ ভয়ে ডালটি ছেড়ে দিলাম ৷পড়লাম নিঁচের ডালে ৷ সেই ডালে সুন্দর একটি পাখির বাসা ৷ বাসায় ছোট দুটি বাচ্চা ৷ ডালটি ভেঙ্গে যাচ্ছে এমন অবস্থা ৷
পাখির বাচ্চা দুটির মায়ায়
ডালটি ছেড়ে নিঁচের ডালে পড়লাম ৷ যাতে বাচ্চা দুটির কোন ক্ষতি না হয় ৷
কিন্তু ডালটি অনেক হালকা ৷ আমার ভরে ভেঙ্গে যাবে যাবে ভাব ৷
তাই সেই ডালটিও ছেড়ে দিলাম ৷পড়লাম তার নিঁচের ডালে ৷
সেই ডালে অনেক মুকুল(ফুল)এসেছে ৷
হালকা বাতাসও বয়ছে ৷ আমার ভরে আর বাতাসে মুকুল গুলো পড়ে যাচ্ছে তাই দেরি না করে তাড়াতাড়ি ডালটি ছেড়ে দিলাম ৷
পড়লাম আরো নিঁচের ডালে ৷
এতক্ষণে আমি অর্ধেক দুর্বল হয়ে গেছি ৷
নিঁচে থেকে অনেকই আমাকে বলছে আবার চেষ্টা কর উপরে উঠতে পারবি ৷
শুধু সবাই বলছে কিন্তু কেউ সাহায্য করছে না ৷
আবার অনেকেই বলছে ঐ ডালটা ছেড়ে দে ওটা ভেঙ্গে যাবে ৷
পড়লাম তার নিঁচের ডালে ৷ এবার ভাবলাম এখানে একটু যাই হোক কিছু পাওয়া যাবে ৷ কিন্তু হঠাৎ ডালের গোড়ায় তাকিয়ে দেখি কে যেন ডালটি কাটার চেষ্টা করেছে ৷ ভাবছি এডাল কি নিরাপদ হবে ৷
নিঁচের ডালে পড়ছি আর ভাবছি আমার শেষ কোথায়?
it's...my.....life........shohag
Tuesday, July 2, 2019
New
জীবন মানে কি এটাই ৷
About Ontechbd
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of alistarbot is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment