৪০ তম বি সি এস প্রশ্ন ও সমাধান - ontechbd.com

Latest

Alive for Technology

Friday, July 19, 2019

৪০ তম বি সি এস প্রশ্ন ও সমাধান



৪০ তম বি সি এস প্রশ্ন ও সমাধান



উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।

১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে-

Ans: কারক



২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ-

Ans: পর্তুগিজ



৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়-

Ans:  ঐচ্ছিক- অনাবশ্যিক



৪. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি-

Ans:  তৃতীয়া বিভক্তি



৫. অভিরাম শব্দের অর্থ কি-

Ans:  সুন্দর



৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি -

Ans:সুসময়ের বন্ধু



৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি-

Ans: একমাত্র সন্তান



৮. প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি –

Ans: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে



৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি-

ক) লিখিত ঘ) খেলনা ( উভয়টি হবে, এখন পিএসসি কোনটা নেবে দেখার বিষয়)



১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি-

সত্যায়িত



১১. কোনটি শুদ্ধ বানান?-

প্রোজ্জ্বল



১২.‘ জোছনা’ কোন শ্রেণীর শব্দ?-

অর্ধ-তৎসম



১৩.‘ জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায়-

বেঁচে থাকার ইচ্ছা



১৪.‘ সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-

সর্বঙ্গ + ঈন



১৫ অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয়-

কুম্ভীলকবৃত্তি



১৬.‘ ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝাই-

মাকড়সা



১৭. চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে?-

বৌদ্ধ ধর্ম



১৮. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?-

রমনী পাদ



১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?-

পদ্মাবতী



২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত:-

বৃন্দাবন দাস



২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?-

ব্রজবুলি



২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন-

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়



২৩. ‘ কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’-বাক্য দোয়ায় কোন রচনা থেকে উদ্ধৃত?-

যোগাযোগ



২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?-

একটি কালো মেয়ের কথা



২৫.‘ কালো বরফ’ উপন্যাসটির বিষয়-

দেশ ভাগ



২৬.‘ ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?-

কৃষ্ণচন্দ্র মজুমদার



২৭.‘‘ জীবনস্মৃতি’ কার রচনা?-

রবীন্দ্রনাথ ঠাকুর



২৮. দীনবন্ধু মিত্রের‘ নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে-

মাইকেল মধুসূদন দত্ত



২৯.‘‘ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’’ চরণ দুটির রচয়িতা কে?-

মদনমোহন তর্কালঙ্কার



৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি?-

যাদের দেখেছি



৩১.‘ কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?-

শরৎচন্দ্রের পথের দাবী’



৩২. ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?-

সঠিক উত্তর নেই। তবে মাইকেল মধুসূদন দত্তকে কিছুটা ধরা যায়। এখন পিএসসি কোনটা নেবে দেখার বিষয়)



৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?-

১৯২২ (সঠিক উত্তর ছিল না)



৩৪.‘ আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?-

হাসান আজিজুল হক



৩৫.‘ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?-

আলতাফ মাহমুদ



৩৬. Please write to me at the above Address. Above here….

Ans: Adjective



৩৭. In Which sentence past used as preposition?

Tania was a wonderful singer, but she’s past her prime.



৩৮. Siblings means-

Brother or sister



৩৯.Fill in the blank. As she was talking, he suddenly broke —, saying’ that a lie.

Ans: in



৪০. You may go for a walk if you feel —-it.

Ans: like



41. Select the wrongly spelt word.

Ans:conscientious



৪২. You look terrific in this address. Here terrific?

Ans:Excellent



৪৩. Someone who is capricious-

Ans: known for sudden changes in attitudes or behavior



৪৪. Which one of the following word is masculine?

Ans: Lad



৪৫. A man whose wife is died is called?

Ans: Widower



৪৬. Which word is similar to appall?

Ans:Dismay



Dismay

Ans: Abundance



৪৮. The word remains in same plural form of the word?

Ans: “Aircraft”



৪৯. I have no news for you. here determiner is-

Ans: No



৫০. A lost opportunity never returns. here lost is-

Ans: Particle



৫১. The saying enough is enough is used when you want?

Ans: something to stop



৫২. He run with great speed. Select the phrase-

Ans: adverb phrase



৫৩. We must not to be late, else we will miss the train. This is a-

Ans: Compound sentence



৫৪. Who is calling me? Chane the voice-

Ans: By whom am I being called?



৫৫. An extra message added at the end of a letter after it is signed is called? –

Ans:Post script



৫৬. The Rape of the Lock, by Alexander Pope?

Ans:Mock Heroic poem



৫৭. Which of the following is not American?

Ans: W. B Yeats



৫৮. William Shakespeare was born?

Ans: 1564



৫৯. Tennyson memorial is an elegy on the death of-

Ans: Arthur Henry Hallam



৬০. Sweet helen, make me immortal with a kiss. The sentence has taken from the play?

Ans:Doctor Faustus



৬১. What’s in name? That which we a call a rose by any other name smell as sweet’- Who said this?

Ans: Romeo



৬২. Man’s love is of man’s life a thing apart. ‘Tis woman’s whole existence- this taken?

Ans: lord Byron



৬৩. Rubaiyat of Omar Khayyam translate by =

Ans: Edward FitzGerald



৬৪. Ulyses is a novel written by?

Ans: James Joyce



৬৫. The Diamond Necklace was written by?

Ans: Guy de Maupassant



৬৬. All the perfumes of Arabia will not sweeten this little hand-

Ans: who said? Lady Macbeth



৬৭. Where are the songs of spring? Aye, Where are they? Think not of them, thou hast thy music too. Who wrote this?

Ans: Keats’ Poems



৬৮. Who is the central Character of `Wuthering Heights’-

Ans:Heathcliff?



৬৯. The old order changeth, yielding place to new- this line is extracted from Tennyson’s poem?

Ans: Morte d Arthur



৭০. Who wrote the ‘Poem Good-Morrow?

Ans:John Done



৭১. আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?-

Ans: সঠিক উত্তর নাই। সঠিক হবে ১৪৯৪-১৫১৯



৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?-

Ans: চন্দ্রগুপ্ত মৌর্য্য



৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

Ans: পর্তুগীজরা



৭৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল/-

Ans: সোভিয়েত ইউনিয়ন



৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে?-

Ans:পঞ্চম তফসিল



৭৬. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?-

Ans: লর্ড কার্জন



৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?-

Ans: ফরিদপুর



৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

Ans: ২ কোটি ৪০ লক্ষ একর



৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?-

Ans: ময়মনসিংহ



৮১. ২০১৮ সালে বাংলাদেশের per capital GDP -

Ans: ১৭৫২ ডলার



৮২. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-

Ans:১৯৭৪



৮৩. Inclusive development index (IDI) এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কততম? ২য় ৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়-

Ans: ৪১ বিলিয়ন মার্কিন ডলার



৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন-

Ans: যুক্তরাষ্ট্র



৮৬. ২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল-

Ans:৩৩.৬৬%



৮৭. ২০১৮-২০১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-

Ans:সাড়ে ৪ হাজার কোটি টাকা



৮৮. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়-

Ans:১৯৯১ সালে



৮৯. সংবিধানের কোন সংশোধনীর কে “first distortion of constitution” বলে আখ্যায়িত করা হয়-

Ans: ৫ম



৯০. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোগ করা হয়েছে-

Ans: ৭ম তফসিলে



৯১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-

Ans: ১৬ ডিসেম্বর ১৯৭২



৯২. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-

Ans: ১৩৭



৯৩. আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল-

Ans: ১৯৬৬ সালে



৯৪. বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল-

Ans: ৩৫জন



৯৫. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা-

Ans: মানবাধিকার



৯৬. Almond and Powell চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয়ভাবে ভাগ করেছেন?

Ans:৩ টি



৯৭. বাংলাদেশ জাতিসংঘের-

Ans:১৩৬ তম সদস্য



৯৮. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়-

Ans:৭ মার্চ ১৯৭৩



৯৯. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা করতে কয়টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-

Ans: ১৩,১৩৬ টি



১০০. Let there be light কার বিখ্যাত চলচিত্র?

Ans: জহির রায়হান



১০১ . যুক্তরাষ্ট্রের Guantanamo bay detention camp কোথায় অবস্থিত-

Ans:কিউবা



১০২. টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা তে কয়টি লক্ষ রয়েছে-

Ans: ১৭টি লক্ষ্যমাত্রা



১০৩. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা ঐতিহাসিক নীতি গ্রহণ করে-

Ans:১৯৪৮ সালে



১০৫. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে-

Ans: ফেব্রুয়ারি,২০১৯ সালে



১০৬. V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত-

Ans: জলবায়ু পরিবর্তন



১০৭. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল-

Ans: ১৯৮২



১০৯. Sunshine policy এর সাথে কোন দুটি দেশ জড়িত-

Ans:উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া



১১০. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নামহচ্ছে-

Ans:New Development Bank (NDB)



১১১. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কৌশলগত সম্পর্ক স্থাপন করেছেন-

Ans: জিবুতি



১১২. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালিত করেন-
Ans: বালাকোট


১১৩. নিচের কোন দেশ 2022 সালে জি 20 সম্মেলন অনুষ্ঠিত হবে-

Ans: ভারত



১১৪. দা আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচিয়তা কে-

Ans: অমর্ত্য সেন



১১৫. শ্রীলংকার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 90 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে-

Ans:হাম্বানটোটা



হাম্বানটোটা ১১৬. নিচে কোন সংস্থার সচিবালয় বাংলাদেশ অবস্থিত-

Ans: বিমসটেক



১১৭. নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই-

Ans: NAM



১১৮. জাতিসংঘ বিষয়ক আলোচনায় p5 বলতে কি বুঝায়-

Ans: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্



১১৯. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়-

Ans: অষ্ট্রিয়া



১২০. ও আই সি এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অংশগ্রহণ করেন-

Ans: ২য় শীর্ষ সম্মেলনে



১২১. নিম্নের কোনটি পাললিক শিলা –

Ans: কয়লা



১২২. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র-1:

Ans: 100000



১২৩. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহ কে যোগকারী রেখাকে বলা হয়-

Ans: আইসোহাইট



১২৪. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি-

Ans:ক্রান্তীয় চিরহরিৎ ও আধা চিরহরিৎ জাতীয়



১২৫. বাংলাদেশের সংঘটিত বন্যা রেকর্ড অনুযায়ী কোন সালে বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়-

Ans:১৯৯৮



১২৬. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত-

Ans:নয়াদিল্লি



১২৭. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়-

Ans: ডুমুর



১২৮. নিচের কোনটি মানব সৃষ্ট আপাদ নয়-

Ans: কালবৈশাখী



১২৯. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর গুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়-

Ans:কৃষি (৪০.৬%) আর সেবা (৩৯%)



১৩০. বাংলাদেশের উপকূলীয় বন ভূমিতে বসবাসকারী জনগোষ্ঠীর যে ধরনের বন্যা কবলিত তার নাম-

Ans:জলোচ্ছ্বাস জনিত বন্যা



১৩১. 35CL17 মৌলের নিউট্রন সংখ্যা-

Ans: ১৮



১৩২. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়-

Ansগলনাংক :



১৩৩. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়-

Ans: জারণ



১৩৪. একটি বাল্বে 60 ওয়াট ও 220 ভোল্ট লেখা আছে বাল্বটির রোধ কত ওহম-

Ans:806.67



১৩৫. নবায়নযোগ্য জ্বালানির উৎস-

Ansবায়োগ্যাস



১৩৬. কার্বোহাইড্রেডে CH এবং O এর অনুপাত কত-

Ans: ১:২:১



১৩৭. AC কে DC করার যন্ত্র-

Ans: রেকটিফায়ার



১৩৮. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে-

Ans:লাউড স্পিকার



১৩৯. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি-

Ans: হাইগ্রোমিটার



১৪০. কোথায় সাঁতার কাটা সহজ-

Ans: সাগরে



১৪১. ডিমে কোন ভিটামিন নেই- ভিটামিন

Ans: সি



১৪২. কোনটির জন্য পুষ্প রঙিন সুন্দর হয়-

Ans: ক্রোমোপ্লাস্ট



১৪৩. সোডিয়াম এসিটেট এর সংকেত-

Ans: CH3COONA



১৪৪. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি-

Ans: আইসোটোপ



১৪৫. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-

Ans: কার্বন ডাই অক্সাইড



১৪৬. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়-

Ans:OCR



১৪৭. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে-

Ans: COMPILER



১৪৮. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে-

Ans:TOUCH SCREEN



১৪৯. নিচের কোনটি OCTAL NUMBER নয়-

Ans: 19



১৫০. একটি রিলেশনাল ডাটাবেস মডেলের নিচের কোনটি দ্বারা RELATION প্রকাশ করা হয়-

Ans: TABLES



১৫১. ব্লুটুথ কিসের উদাহরণ-

Ans:PERSONAL AREA NETWORK



১৫২. মোবাইল ফোনে কোন MODE -এ যোগাযোগ হয়-

Ans:FULL DUPLEX



১৫৩. TIME -SHARED OS এর জন্য কোন SCHEDULING POLICY সবচেয়ে ভালো-

Ans: ROUND ROBIN



১৫৪. নিচের কোনটি ১৬/৫২ এর বাইনারি রূপ-

Ans:01010010(2)



১৫৫. প্রথম ওয়েব ব্রাউজার কোনটি-

Ans:World wide web (1990)



১৫৬. SOCIAL NETWORKING SITE এ যোগাযোগ কোন MEDIA ব্যবহৃত হয়-

Ans: উপরের সবগুলো



১৫৭. FIREWALL কি PROTECTION দেয়ার জন্য ব্যবহৃত হয়-

Ans: UNAUTHORIZED ACCESS



১৫৮. টিভি রিমোট এর ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি রেঞ্জ কত-

Ans:INFRA RED RANGE



১৫৯. CPU কোন ADDRESS GENERATE করে-

Ans: LOGICAL ADDRESS



১৬০. H .323 PROTOCOL সাধারণত কি কাজে ব্যবহৃত হয় -

Ans: VOIP



১৬১. নিচের কোনটি অমূলদ সংখ্যা-

Ans: প্রশ্নে ভূল আছে (উত্তর নাই)



১৬২. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2 ,3 ও 4 অবশিষ্ট থাকে-৫৮ ১৬৩. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 । পনিরের আয় 120 টাকা হলে , রবিনের আয় কত?-

Ans: ৭২ টাকা



১৬৪. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?-

Ans: ৪ বছর



১৬৫. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো , তাহলে ৮% লাভ হতো । মটর সাইকেল এর ক্রয়মূল্য-

Ans: ৬০০০ টাকা



১৬৬. {(০.৯)৩+(০.৪)৩}/(০.৯+০.৮) এর মান কত?

Ans: ০.৬১



১৬৭. 3x – 2> 2x -1 এর সমাধান সেট কোনটি?

Ans UNAUTHORIZED ACCESS:



১৬৮. 6x2 – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?-

Ans:বাস্তব ও অসমান



১৬৯. যদি x4-x2+1=0 হলে x3+1/x3 এর মান কত?

Ans:Ans: ০



১৭০. xx∙x = (x∙x)x হলে x এর মান কত?

Ans: গ ৯/৪/p>

১৭১. কোন শর্তে log1/a = 0 ? a>0, a=1

Ans:ক



১৭২. R চিত্রে,
Ans: ৩৫ ডিগ্রী


১৭৩. P = {x: x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q = {x: x, 3 এর গুণিতক এবং x ≠ 12} হলে, P – Q কত?

Ans:{1.2.4}


১৭৪. cos (nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?

Ans: ১


১৭৫. ৬ জন খেলােয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?

Ans: ২০


১৭৬. শুদ্ধ বানান কোনটি?

Ans: অধোগতি


১৭৭. সঠিক বানান কোনটি?

Ans: Indwelling


১৭৮. বাংলা ব্যঞ্জনবর্ণমালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?

Ans:ন


১৭৯. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?

Ans:TREE


১৮০. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

Ans:খ


১৮১. রাস্তা সমান করার রােলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে–

Ans: টেনে নিয়ে যাওয়া হয়


১৮২. .১×.০১ × .০০১=?

Ans:.০০০০০১


১৮৩. যদি চ × G= 82 হয় তবে J × ট = ?

Ans: ১১০


১৮৪. চিত্র-

Ans:ক


১৮৫. ঘর এর অংক-

Ans: খ 7/G


১৮৬. চিত্র-

Ans:ঘ


১৮৭. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

Ans: আবশ্যক, মিথক্রিয়া, গীতালি


আবশ্যক, মিথক্রিয়া, গীতালি ১৮৮. ভারসাম্য রক্ষা করতে নিচের স্থানে কত কেজি রাখতে হবে?

Ans: ১৪০


১৮৯. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?

Ans: ২০


১৯০. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?

Ans: পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে


১৯১. বাংলাদেশে নব নৈতিকতার প্রবর্তক হলেন-

Ans:আরজ আলী মাতুব্বর


১৯২. আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমাদের সকলেই ভালো নাগরিক হওয়া প্রত্যাশা করি এটি-

Ans: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন


১৯৩. সভ্য সমাজের মানদন্ড হলো-

Ans: আইনের শাসন


১৯৪. বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয়-

Ans: নারীদের ক্ষেত্রে


১৯৫. মূল্যবোধ হলো-

Ans: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড


১৯৬. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-

Ans: মৌলিক স্বাধীনতার উন্নয়ন


১৯৭. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-

Ans: সরকার পরিচালনায় সাহায্য করা


১৯৮. মূল্যবোধের চালিকাশক্তি হলো-

Ans: সংস্কৃতি


১৯৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে-

Ans: বিনিয়োগ বৃদ্ধি পায়


২০০. তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার-

Ans: মৌলিক অধিকার



No comments:

Post a Comment