৩৯ তম বি সি এস প্রশ্ন ও সমাধান - ontechbd.com

Latest

Alive for Technology

Friday, July 19, 2019

৩৯ তম বি সি এস প্রশ্ন ও সমাধান



৩৯ তম বি সি এস প্রশ্ন ও সমাধান



উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।

1. 125√52x = 1 হলে x এর মান কত? 

 -3
  7
  3
9

Ans:   -3

2. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

 উপনেতা
  উপগ্রহ
  উপসাগর
উপভোগ

Ans: উপভোগ

3. A person who believes that laws and governments are not necessary is known as -

 a militant
  a terrorist
  an anarchist
an extremist

Ans:  an anarchist

4. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে -

 বৈকুন্ঠের খাতা
  জামাই বারিক
  বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত

Ans:   বৈকুন্ঠের খাতা

5. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?

নাইট্রোজেন (Nitrogen)
  হাইড্রোজেন (Hydrogen)
  অক্সিজেন (Oxygen)
ওজোন (Ozone)

Ans:  নাইট্রোজেন (Nitrogen)

6. মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

১২ ই এপ্রিল, ১৯৭১
  ১৪ ই এপ্রিল, ১৯৭১
  ১৭ ই এপ্রিল, ১৯৭১
১০ই এপ্রিল, ১৯৭১

Ans:  ১০ই এপ্রিল, ১৯৭১

7. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -

আলালের ঘরের দুলাল
  গাজী মিয়াঁর বস্তানী
  হুতোম প্যাঁচার নক্সা
কলিকাতা কমলালয়

Ans:  গাজী মিয়াঁর বস্তানী

8. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

ফ্রান্স
  জার্মানি
  যুক্তরাষ্ট্র
ইতালি

Ans:  যুক্তরাষ্ট্র

9. 'বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?

রাজা রামমোহন রায়
  গোলকনাথ শর্মা
  রামরাম বসু
মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার

Ans:  রাজা রামমোহন রায়

10. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?

আমজাদ হোসেন
  শওকত ওসমান
  হুমায়ুন আহমেদ
সৈয়দ শামসুল হক

Ans:  হুমায়ুন আহমেদ

11. 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?

আমজাদ হোসেন
  আলমগীর
  সুভাষ দত্ত
জহির রায়হান

Ans:  জহির রায়হান

12. জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?

বাস্তব বাদ
  উদারতাবাদ
  মার্ক্সবাদ
গঠনবাদ

Ans:  উদারতাবাদ

13. He went to ___ hospital because he had ___ heart attack. Use article in the gap-

no article, an
  a, an
  no article, a
the, no article

Ans:no article, a

14. The word 'florid' indicates--

flower
  flour
  foliage
floor

Ans:  flower

15. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

সেনার আয়ল্যান্ড
  সেন্তোষা
  ম্যারিনা বে
ইষ্টানা আইল্যান্ড

Ans:  সেন্তোষা

16. nC12 = nC6 হলে n এর মান কত?

12
  18
  14
16

Ans:  18

17. Complete the following sentence :'Had I known you were waiting outside, I -

had invited you to come in
  would invite you to come in
  would be inviting you to come in
would have invited you to come in

Ans:  would have invited you to come in

18. নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট ?

মিয়ানমার
  চীন
  সিঙ্গাপুর
ব্রুনাই

Ans:  মিয়ানমার

19. 'খনার বচন' এর মূলভাব কি?

লৌকিক প্রণয়সঙ্গীত
  শুদ্ধ জীবনযাপন রীতি
  সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি

Ans:  শুদ্ধ জীবনযাপন রীতি

20. 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ?

দূর + বস্থা
  দুর + বস্থা
  দুঃ + অবস্থা
দুর + অবস্থা

Ans: দুঃ + অবস্থা

21. Cricket is a kind of play. It is also a kind of --

food
bird
  flower
insect

Ans:  insect

22. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

১,৭২,০০০ কোটি টাকা
১,৭৩,০০০ কোটি টাকা
  ১,৭১,০০০ কোটি টাকা
১,৭০,০০০ কোটি টাকা

Ans: ১,৭৩,০০০ কোটি টাকা

23. বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
আন্তর্জাতিক অভিবাসন নীতি
  অস্ত্র নিয়ন্ত্রণ
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

Ans: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

24. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

করছিলাম
করেছি
  করছি
করব

Ans: করব

25. মুক্তযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

১১ নং সেক্টর
৮ নং সেক্টর
  ১০ নং সেক্টর
৯ নং সেক্টর

Ans:  ১০ নং সেক্টর

26. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?

বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
  রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক

Ans: বুদ্ধদেব বসু

27. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

২২ জুন, ১৭৫৭
২৪ জুন, ১৭৫৭
  ২৫ জুন, ১৭৫৭
২৩ জুন, ১৭৫৭

Ans:  ২৩ জুন, ১৭৫৭

28. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি ?

বারুই
পান-ব্যবসায়ী
  তামসিক
পর্ণকার

Ans: তামসিক

29. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

ইইউ
ভারত
  কানাডা
চীন

Ans:ইইউ

30. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

১৬০০-১৮০০ সাল
প্রাচীন গ্রীস সময়কাল
  প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
প্রাচীন রোম শাসনকাল

Ans: ১৬০০-১৮০০ সাল

31. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?

ভিয়েনা
জেনেভা
  জেদ্দা
বাগদাদ

Ans:  জেনেভা

31. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?

ভিয়েনা
জেনেভা
  জেদ্দা
বাগদাদ

Ans: শবদাহ

32. জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?

হিলারি ক্লীন্টন
থেরেসা মে
  শেখ হাসিনা
এঞ্জেলা মার্কেল

Ans: শেখ হাসিনা

33. বাংলাদেশের জিডিপি'তে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

১৪.১০ %
১৬%
  ১২%
১৮%

Ans: ১৪.১০ %

34. যদি, ৯ × ৩ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

৩০৪০
৬০৫০
  ৫০৪০
৪০৩০

Ans: ৪০৩০

35. A soporific speech is likely to --

be incomprehensible
appeal primarily to emotions
  put one to sleep
stimulate action

Ans: put one to sleep

36. বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

১১ টাকা
১০ টাকা
  ১২ টাকা
১১.৫ টাকা

Ans:  ১০ টাকা

37. Select the word with right spelling -

Schizophrenia
Seizophrania
  Scizophrenia
Schizophrania

Ans: Schizophrenia

38. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?

ইউএমএনও
পাকাতান- হারাপান
  বারিসান ন্যাশনাল
পাটি পেরিকাতান

Ans:  পাকাতান- হারাপান

39. Love for the whole world is called ?

misogyny
misanthropy
  philanthropy
benevolence

Ans: philanthropy

40. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

১৯১১ সালে
১৯১২ সালে
  ১৯০৯ সালে
১৯০৮ সালে

Ans:  ১৯১১ সালে

41. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

১২

  ৯


Ans:৪

42. 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

-3/2 < x < -1
-3/2 < x < 1
  -3/2 < x < -1
-3/4 < x < -1

Ans: -3/4 < x < -1

43. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?

হোয়াংহো নদীর তীরে
ইয়াংসিকিয়াং নদীর তীরে
  টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে
নীলনদের তীরে

Ans:টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে

44. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট ?

৩০ ফুট
৪০ ফুট
  ১০ ফুট
২০ ফুট

Ans:  ১০ ফুট

45. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
  প্রধানমন্ত্রী
স্পীকার

Ans: রাষ্ট্রপতি

46. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

বক্র
গরল
  কুটিল
জটিল

Ans: গরল

47. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

৪৭
৮৭
  ৯১
১৪৩

Ans: ৪৭

48. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?

লিসবন
প্যারিস
  কনস্টান্টিনোপল
ভিয়েনা

Ans: কনস্টান্টিনোপল

49. When we want to mean a government by the richest class we use the term

Oligarchy
Cryptocracy
  Aristocracy
Plutocracy

Ans: Plutocracy

50. ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?

বেলজিয়াম
ডেনমার্ক
  নরওয়ে
ফিনল্যান্ড

Ans:  ডেনমার্ক

51. Cozy Bear একটি কি?

হ্যাকার গ্রুপ
চুক্তি
  বিনোদনকেন্দ্র
নদী

Ans: হ্যাকার গ্রুপ

52. Hospitals ___ the sick

operate
admit
  nurse
treat

Ans: treat

53. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

লিথুয়ানিয়া
আলবেনিয়া
  মন্টিনিগ্রো
ক্রোয়েশিয়া

Ans:  মন্টিনিগ্রো

54. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

প্রধানমন্ত্রী
সচিব
  মন্ত্রী
সবাই

Ans: প্রধানমন্ত্রী

55. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

মিয়ানমার
মালয়েশিয়া
  ভারত
থাইল্যান্ড

Ans: মিয়ানমার

56. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

পূর্ব এশিয়া
মধ্যপ্রাচ্য
  পূর্ব আফ্রিকা
মধ্য আমেরিকা

Ans: মধ্য আমেরিকা

57. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?

বাহরাইন
কুয়েত
  সংযুক্ত আরব আমিরাত
মিশর

Ans: কুয়েত

58. c = {x:x ঋনাত্মক পূর্ণসংখ্যা ওবং x2 < 18}; c সেটের উপাদানগুলো হবে?

1, 2, 3, 4
1, 3, 5, 7
  -1, -2, -3, -4
2, 4, 6, 8

Ans: -1, -2, -3, -4

59. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

নিউজউইকস
টাইম
  দি ইকনমিস্ট
গার্ডিয়ান

Ans: শবদাহ

60. যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

2442
42
  2428
1214

Ans: 2428

61. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of -

adverb
adjective
  verb
noun

Ans: noun

62. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেতফল অপরিবর্তিত থাকবে ?

৭.৩ সেমি
৭.২ সেমি
  ৭.১ সেমি
৭ সেমি

Ans: ৭.২ সেমি

63. The word 'culinary' is related to --

printing
dress
  cooking
musical instrument

Ans:  cooking

64. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

৫১
৫০
  ৪৮
৪৯

Ans:  ৫১

65. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

পদ্মমণি
পদ্মরাগ
  পদ্মাবতী
পদ্মগোখরা

Ans:  পদ্মরাগ

66. Identify the correct passive form of the sentence below:
'Do you know them?

Are they known by you?
Are they known to you?
  Ate they known with you?
Would they be known by you?

Ans: Are they known to you?

67. | 1-2x | < 1 এর সমাধান -

-2 < x < 1
-1 < x < 1
  -1 < x < 0
0 < x < 1

Ans: 0 < x < 1

68. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

প্রাতিপদিক
নাম-পদ
  মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ

Ans:  প্রাতিপদিক

69. 'Panacea' means-

pancreatic
Cure all
  widespread disease
gland

Ans: Cure all

70. What is the plural number of 'ovum' -

ovams
ovumes
  ova
ovums

Ans: ova

71. কোন শব্দযুগলটি ভিন্ন?

False, True
Sharp, Blunt
  Abundance, Scarcity
Love, affection

Ans:  Love, affection

72. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

৬ টি
৭ টি
  ৮ টি
৫ টি

Ans:  ৭ টি

73. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

০.০০০৬৪
৬.৪০০০০
  ০.৬৪০০০
০.০৬৪০০

Ans:  ০.০০০৬৪

74. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

৬/১১
৮/১৪
  ৩/৫
৫/৮

Ans: ৫/৮

75. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?

অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
  অনন্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়

Ans: অনন্বয়ী অব্যয়

76. ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ?

৯০°
১২০°
  ১১০°
১০০°

Ans:  ১২০°

77. 'A Christams Carol' is a ___ by Charles Dickens.

ballad
sketch story
  historical novel
Short Novel

Ans: Short Novel

78. কোনটি অপাদান কারক?

গৃহনীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
  ট্রেন স্টেশন ছেড়েছে
বনে বাঘ আছে

Ans:  ট্রেন স্টেশন ছেড়েছে

79. 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

উপন্যাস
ভ্রমণ কাহিনী
  নাটক
কবিতা

Ans: উপন্যাস

80. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

প্লাস্টিক দূষণকে পরাজিত করি
সবুজ বিশ্ব গড়ে তুলি
  জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

Ans:  প্লাস্টিক দূষণকে পরাজিত করি

81. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

পঅজানা
কানাকানি
  দোতলা
আশীবিষ

Ans: কানাকানি

82. 'There was a small reception following the wedding'. The word 'following' in the sentence above is a/an -

adjective
adverb
  Preposition
noun

Ans:Preposition

83. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?

অনল
ভাতি
  অংশ
জ্যোতি

Ans: অনল

84. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

৩৫ বছর
২০ বছর
  ৩০ বছর
২৫ বছর

Ans: ২৫ বছর

85. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

১৯৩৪
১৯৩১
  ১৯৩৩
১৯৩২

Ans: ১৯৩৩

86. Which of the following words has been formed with a prefix?

authentic
amoral
  amnesia
aspersions

Ans: amoral

87. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

Lieutenant
Leaftenant
  Leiftenant
Lieaflenant

Ans: অনুচ্ছেদ ২২

88. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২২
  অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২৪

Ans: শবদাহ

89. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

৮.০০ শতাংশ
৭.২৮ শতাংশ
  ৭.৮০ শতাংশ
৭.৬৫ শতাংশ

Ans:  ৭.৮০ শতাংশ

90. 'To be, or not to be - that is the question,'-- is a famous soliloquy from --

Hamlet
Macbeth
  King Lear
Othello

Ans:  Hamlet

91. 'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of --

old women
newly-weds
  newborn babies
old people

Ans:old people

92. 1/√2, 1, √2 - ধারাটির কোন পদ 8√2 হবে ?

১২ তম পদ
১১ তম পদ
  ১০ তম পদ
৯ তম পদ

Ans: ৯ তম পদ

93. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি ?
Finger : Hand :: Leaf : ?

Flower
Tree
  Twig
Branch

Ans:  Twig

94. প্রতাপাদিত্য কে ছিলেন?

রাজপুত রাজা
বাংলার শাসক
  বাংলার বারো ভুঁইঞাদের একজন
মোঘল সেনাপতি

Ans: বাংলার বারো ভুঁইঞাদের একজন

95. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

আউশ
আনন
  আষাঢ়
আয়না

Ans: আনন

96. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-

২১০ টাকা
২০০ টাকা
  ১৬২ টাকা
১৯৮ টাকা

Ans: ২০০ টাকা

97. শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন?

এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
  জাতিসংঘ শান্তি পুরস্কার
Planet 50-50

Ans:  এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০

98. 'Hand out' এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে ?

হস্ত পত্র
প্রচার পত্র
  জ্ঞাপনপত্র
তথ্য পত্র

Ans: জ্ঞাপনপত্র

99. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন -

সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
  শামসুর রাহমান
সতীন সরকার

Ans: সতীন সরকার

100. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?

বিশেষ্য ও ক্রিয়া
ক্রিয়া ও সর্বনাম
  বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে

Ans: ক্রিয়া ও সর্বনাম



No comments:

Post a Comment