৩১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।1. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-
২৫ জোড়া
২৪ জোড়া
২৩ জোড়া
২০ জোড়া
Ans : ২৩ জোড়া
3147
2287
2987
2187
Ans : 2187
1/8
1/6
3/4
5/24
Ans : 5/24
9 2/3
11 1/3
12 2/5
13 2/3
Ans : 13 2/3
20m^2
210m^2
290m^2
300m^2
Ans : 210m^2
36
37
39
40
Ans : 36
(0,0)
(4,-3)
(-4,3)
(10,10)
Ans : (4,-3)
8. f(x)=x^3-2x+10 হলে f(0) কত?
1
5
8
10
Ans : 10
{ x(x+1)(2x+1)}/6
x(x+1)/2
x
{x(x+1)/2}^2
Ans : { x(x+1)(2x+1)}/6
0,2
1,1
-1,3
-3,4
Ans : 1,1
x=1,y=-1
x=1,y=1
x=-1,y=-1
x=-1,y=1
Ans : x=-1,y=1
+-9
+-7
+-5
+-3
Ans : +-7
2
4
-6
-8
Ans : 4
x+2
x+4
x-2
2(x+2)
Ans : 2(x+2)
15. একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
6
8
12
24
Ans : 12
1/25
-5
1/5
-1/5
Ans : -5
250
100
200
300
Ans : 200
70
80
90
75v
Ans : 70
21দিন
18দিন
7দিন
3 দিন
Ans : 3 দিন
5/3
2/3
3/5
5/7
Ans : 5/3
2/11
3/11
2/13
4/15
Ans : 2/13
পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনেরজন্য
প্রতিসরনের জন্য
প্রতিফলনের জন্য
অপবর্তনের জন্য
Ans : পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনেরজন্য
১০ থেকে ৪০০ নেমি
৪০০ থেকে ৭০০ নেমি
১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.
১ মি এর ঊর্ধে
Ans : ৪০০ থেকে ৭০০ নেমি
সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Ans : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
খুব সরু এসবেস্টস ফাইবের নল
সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
Ans : খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
স্ট্যাটোস্ফির
ট্রপোস্ফিয়ার
আয়োনোস্ফিয়ার
ওজোনস্তর
Ans : আয়োনোস্ফিয়ার
স্টিফেন হকিং
জি লেমেটার
আব্দুস সালাম
এডুইন হাবল
Ans : স্টিফেন হকিং
28. আকাশে বিদ্যুৎ চমকায় -
মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
Ans : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
নিউটন ও মিটার
জুল ও ডাইন
ওয়াট ও পাউন্ড
প্যাসকেল ও কিলোগ্রাম
Ans : জুল ও ডাইন
ট্রান্সমিটারের সাহায্যে
স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে
স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
এডাপ টরের সাহায্যে
Ans : স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
মাটির ক্ষয় রোধের জন্য
মাটির অম্লতা বৃ্ধির জন্য
মাতির অম্লতে হ্রাসের জন্য
মাটির জৈব পদার্থ বৃধির জন্য
Ans : মাতির অম্লতে হ্রাসের জন্য
32. কোলেস্টেরল এক ধরনের-
অসম্পৃক্ত এলকোহল
জৈব এসিড
পলিমার
এমিনো এসিড
Ans : অসম্পৃক্ত এলকোহল
ক্রোনোমিটার
কম্পাস
সিসমোগ্রাফ
সেক্সট্যান্ট
Ans : সেক্সট্যান্ট
মেইল
ইন্টারকম
ইন্টারনেট
টেলিকমিউনেশন
Ans : ইন্টারনেট
রেশমের চাষ
মৎস্য চাষ
মৌমাছির চাষ
পাখিপালন বিদ্যা
Ans : মৌমাছির চাষ
হিলিয়াম
নিয়ন
আর্গন
জেনন
Ans : হিলিয়াম
ভর সংখ্যা সমান থাকে
নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন সংখ্যা সমান থাকে
Ans : প্রোটন সংখ্যা সমান থাকে
ইলেকট্রন বর্জন
ইলেক্ট্রন গ্রহণ
ইলেকট্রন আদান প্রদান
তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ
Ans : ইলেকট্রন বর্জন
2H2O2
H2O
D2O
HD2O2
Ans : D2O
Consistent
Uniform
Frequent
Scattered
Ans : Scattered
Feeble
Supreme
Impotent
Vulnerable
Ans : Supreme
Abolish
Enact
Annul
Nullify
Ans : Enact
43. In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Equity
Uprightness
Justice
Integrity
Bias
Ans : Bias
44. In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing high praise of somebody-
elegy
eulogy
caricature
exaggeration
Ans : eulogy
Shoulders
Head
Forehead
Eyebrows
Ans : Shoulders
unsubtle
imprudent
diplomatic
impolite
Ans : diplomatic
until
since
as if
let alone
Ans : since
The land is belonged to an old lady
They parted from one another suddenly
The leader expressed himself forcibly
Mother bought me an ice-cream
Ans : The land is belonged to an old lady
He was always arguing with his brother
His failure resulted for lack of attention
When will you write to him about your plan?
Who was the boy you were all laughing at?
Ans : His failure resulted for lack of attention
Volantory
Volantary
Voluntary
Voluntory
Ans : Voluntary
Accilerate
Accelerate
Accelerrate
Accilarate
Ans : Accelerate
Tsunami
Sunami
Suname
Sunamce
Ans : Tsunami
see through
put up with
pass by
fall back
Ans : put up with
In contrast of
In contrast to
In contrast by
In contrast as
Ans : In contrast to
long odds
against time
every inch
fits
Ans : fits
Spece
Liberty
Office
Capacity
Ans : Liberty
Denounce
Laud
Compliment
Acclaim
Ans : Denounce
To create fire
To go through suffering
To come to nothing
To see fire
Ans : To come to nothing
with
at
to
by
Ans : to
No comments:
Post a Comment